অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:28 0:00

প্রেসিডেন্ট জো বাইডেন মুক্ত তিন জিম্মিকে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগত জানানোর পর বলেছেন, তিনি “অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের পরিবারের জন্য স্বস্তি বোধ করছেন। সাংবাদিক ইভান গার্শকোভিচ, আলসু কুরমাশেভা এবং পল ওয়েলেনকে বহনকারী বিমানটি গতকাল গভীররাতে ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রকাশিত এক তদন্তে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে জাপানে সিভি-২২বি অসপ্রে বিমান দুর্ঘটনাটি একটি গিয়ারে ফাটল এবং বিমান অবতরণের একাধিক সতর্কতা উপেক্ষা করে পাইলটের বিমান চালানো অব্যাহত রাখার কারণে হয়েছে। ঐ দুর্ঘটনায় বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের আট সদস্য নিহত হন।

কলোরাডোর অত্যন্ত জনবহুল ফ্রন্ট রেঞ্জ অঞ্চলে দাবানলে কয়েক ডজন বাড়ি এবং ভবন পুড়ে গেছে। বৃহস্পতিবার ডেনভারের কাছে খালি করা বাড়িগুলির কাছাকাছি আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে।

XS
SM
MD
LG