অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ছাত্র জনতার সমাবেশ


ঢাকায় ছাত্র জনতার সমাবেশ
please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

এক দফা দাবিতে গণবিক্ষোভের মধ্যে বিক্ষোভকারী, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ঢাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এএফপি তাদের রবিবারের প্রতিবেদনে বলছে, রবিবার অন্তত ৫০ জন মারা গেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, অন্তত ৫৫ জন মারা গেছে। এ সময় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র কামরুল আহসান বলেছেন, নিহতদের মধ্যে "কমপক্ষে ১৪ জন পুলিশ সদস্য" এবং আরও ৩০০ জন কর্মকর্তা আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সকাল থেকে বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের মানুষ।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের মোকাবিলায় রাস্তায় নামলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

অনেক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে সহিংস সংঘর্ষে শিক্ষার্থীসহ অনেকে নিহত ও আহত হন।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html

XS
SM
MD
LG