অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন সেনাপ্রধান


বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (৮ অগাস্ট) রাত ৮টায় শপথ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ অগাস্ট) সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে দেশে পৌঁছাবেন।

তিনি বলেন, “আমি তাকে অভ্যর্থনা জানাতে সেখানে যাব। নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান আমরা সবাই তাকে সহযোগিতা করব। তিনি রাজনৈতিক দল ও ছাত্র ফোরামসহ সবার সহযোগিতা পাবেন। তিনি তাঁর সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস।”

সংবাদ সম্মেলনে নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ১৫ জন। এ সংখ্যা দুয়েকজন বাড়তে পারে বলে জানান তিনি।

লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html

XS
SM
MD
LG