ভারতের দক্ষিণ কেরালার মুখ্যমন্ত্রী বলেন, ওয়ানডের মারাত্মক ভূমিধসে সংশোধিত মৃতের সংখ্যা ২২৪ জন। ৭ আগস্ট বুধবার উদ্ধারকারীরা আরও নিখোঁজ মৃতদেহের সন্ধান করছেন।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও মৃতদেহ খুঁজতে ভাটিতে উড়ে যাওয়ার সময় ভারতীয় সেনা জওয়ানদের একটি কুকুর ব্যবহার করতে দেখা গেছে।
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তারা মহামারির বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় গ্রামগুলোর বেশ কয়েকটি জলাশয় পরিষ্কার করেন এবং এতে ক্লোরিন দেন।
রাজ্যে অবিরাম বৃষ্টির ফলে ওয়ানড জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে কাদা, জল এবং বোল্ডারগুলো নিচে নেমে আসে এবং লোকজন ঘুমন্ত অবস্থায় এগুলোর নিচে চাপা পড়ে যায়, অনেকে ভেসে যায়। (রয়টার্স)