অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব হাতি দিবসে ভারতীয় হাতির পাল ফল উপভোগ করছে


বিশ্ব হাতি দিবসে ভারতীয় হাতির পাল ফল উপভোগ করছে
please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

গ্রামবাসী এবং স্থানীয় বন কর্মকর্তারা ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের এক গ্রামে হাতির পালকে ফলের ভোজ খাওয়ানোর মাধ্যমে বিশ্ব হাতি দিবস উদযাপন করেন। সোমবার, ১২ আগস্ট, ২০২৪।

একজন পুরোহিত হাতিদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন, এবং হাতিদের রঙিন মালাও দেওয়া হয়।

ভারতে হাতি একটি ধর্মীয় প্রতীক হিসাবে সম্মানিত, এবং দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দক্ষিণ ভারতে তাদের প্রায়ই উৎসব এবং মিছিলের সময় দেখা যায়।

সারা বিশ্বে হাতি সংরক্ষণের প্রচারের উদ্দেশ্যে প্রতি বছর ১২ আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস।

XS
SM
MD
LG