এই ফটো গ্যালারিতে, অভিবাসীদের একটি কাঠের নৌকায় ভিড় করে স্পেনের এল হিয়েরোর ক্যানারি দ্বীপের লা রেস্টিঙ্গা বন্দরে যাত্রা করতে দেখা যাচ্ছে। রবিবার, ১৮ আগস্ট, ২০২৪।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরী পরিষেবাগুলি বলছে যে ১৭৫ অভিবাসী সেনেগালের উপকূল থেকে সাত দিনের যাত্রার পর রবিবার অবশেষে এল হিয়েরোর ক্যানারি দ্বীপে পৌঁছেছে।