গাজায় নিহত ছয় ইসরায়েলি জিম্মির প্রতি শ্রদ্ধা জানাতে এবং এখনও যারা বন্দি রয়েছেন তাদের মুক্তির দাবিতে রবিবার নিউইয়র্ক সিটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। ইসরায়েলি সেনারা যখন গাজায় তাদের অবস্থান সনাক্ত করে কাছে চলে আসছিল, তখনই হামাস জঙ্গিদের গুলিতে জিম্মিরা নিহত হয়।
ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, হিলটন ওয়ার্ল্ডওয়াইড এবং হায়াত হোটেলসহ হোটেল পরিচালনাকারীদের সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর রবিবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে প্রায় ১০ হাজার হোটেল শ্রমিক ধর্মঘটে যোগ দিয়েছেন। শ্রমিকরা আরও ভাল বেতন এবং হোটেলগুলোতে আরও কর্মী নিয়োগের দাবী জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ও মেরিন কোর সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী পোহাংয়ে যৌথ নৌ মহড়া চালিয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাং ইয়ং মহড়া চলবে।