মুখোশ পরিধানকারী তরুণ-তরুণীরা এল সালভাদরে সপ্তাহান্তে অনুষ্ঠিত "ফায়ারবল উৎসব"-এ অংশ নিয়েছিলেন। উৎসবের সময়, স্থানীয় অংশগ্রহণকারীদের দুটি দল একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়।
১৯২২ সালে শুরু হওয়া ঐতিহ্যবাহী উৎসবটি সেন্ট জেরোনিমোর সম্মানে পালিত হয়। এটি ১৬৫৮ সালের সান সালভাদর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে স্মরণ করায়, যা নেজাপা শহরকে ধ্বংস করেছিল। (এএফপি)