অ্যাকসেসিবিলিটি লিংক

হাসিনা সরকারের পতনের এক মাস পর ছাত্র-জনতার 'শহীদি মার্চ'


গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 'শহীদি মার্চে' যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয় শত শত ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সেখানে সর্বস্তরের মানুষের ভিড় শুরু হয়। তাদের জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ আবু সাঈদসহ আরও অনেকের আত্মত্যাগের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কেন্দ্রীয় শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়।

এই অনুষ্ঠানের লক্ষ্য হলো শহীদ ও আহতদের প্রতি সংহতি এবং স্মরণে সারা দেশের শিক্ষার্থী এবং জনসাধারণকে একত্রিত করা।

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

XS
SM
MD
LG