যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনের আগে রাশিয়া তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে বুধবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম RT-র দুই কর্মীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার রাশিয়া বলেছে তারা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। ১৪ বছর বয়সী এক ছাত্র গুলি করে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করে। ঐ ছাত্রকে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্ত করে বিচার করা হবে।
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বুধবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণা চালান। সেখানে তিনি ক্ষুদ্র ব্যবসায় কর প্রণোদনা হিসেবে ৫ থেকে ৫০ হাজার ডলারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। হ্যারিস ক্ষুদ্র ব্যবসাকে “আমাদের পুরো অর্থনীতির প্রয়োজনীয় ভিত্তি” হিসাবে বর্ণনা করেছেন।