যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরও ২৫ কোটি ডলারের অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার জার্মানির রেমস্টাইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের মিত্রদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র আয়োজিত এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রথমবারের মতো যোগ দেন।
যেসব জাহাজ রাশিয়ার আর্কটিক এলএনজি ২ টার্মিনাল থেকে গ্যাস পরিবহন করে থাকে তার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন বিশ্লেষণে বলা হয়েছে, কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার জন্য মুরমানস্ক অঞ্চলের টার্মিনাল থেকে তরল প্রাকৃতিক গ্যাস কেনার ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বৃহস্পতিবার ফেডারেল ট্যাক্স মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি অন্তত ১৪ লক্ষ ডলার কর ফাঁকি দিয়েছেন। হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড এবং সাড়ে চার লক্ষ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।