অ্যাকসেসিবিলিটি লিংক

লুইজিয়ানাতে একটি ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ভেঙ্গে পড়ার দৃশ্য


প্রত্যক্ষদর্শীরা লুইজিয়ানার লেক চার্লসে চার বছর ধরে খালি থাকা একটি পরিত্যক্ত, ২২ তলা ভবন ভেঙ্গে পড়তে দেখেন। শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪।

হার্টজ টাওয়ার নামের ভবনটি একসময় শহরের আইকন ছিল, কিন্তু ঘূর্ণিঝড় লরা এবং ডেল্টার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ভবনের ভিতরে কয়েকটি বিস্ফোরণ ঘটানোর কয়েক সেকেন্ডের মধ্যে ২২ তলা ভবনটি ধ্বসে পড়ে।

ধুলোবালির একটি কুণ্ডলীর পর টাওয়ারটি প্রায় পাঁচতলা উঁচু একটি স্তূপে ভেঙে পড়ে।

পূর্বে ক্যাপিটাল ওয়ান টাওয়ার নামে পরিচিত ভবনটি চার দশকেরও বেশি সময় ধরে শহরের স্কাইলাইনে একটি দৃশ্যমান বৈশিষ্ট্য ছিল।

কিন্তু ২০২০ সালে দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানার মধ্য দিয়ে একের পর এক হারিকেন আঘাত হানার পর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

ভবনটির মালিক লস অ্যাঞ্জেলেসের রিয়েল এস্টেট ফার্ম হার্টজ ইনভেস্টমেন্ট গ্রুপ।

ভবনটি ধ্বংসের জন্য ঐ শহর ৭ মিলিয়ন ডলার ব্যক্তিগতভাবে অর্থায়ন করে। তাদের মতে, হার্টজ এখনও সম্পত্তির মালিক এবং ঐ সাইটের ভবিষ্যত অনিশ্চিত।

XS
SM
MD
LG