যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে বিতর্কে অংশ নেবেন, যা ৫ নভেম্বরের নির্বাচনের প্রচারণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। লক্ষ লক্ষ আমেরিকান এই বির্তক দেখবেন বলেই আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার যুক্তরাজ্য সফর করবেন। এই দুই পক্ষ ইন্দো-প্যাসিফিক; যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্যের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করবে।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের কারণে ১০ হাজারেরও বেশি লোককে বাধ্যতামূলকভাবে অন্যত্র সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে এবং ৩৫ হাজারেরও বেশি ভবন ঝুঁকির মুখে পড়েছে। লস অ্যাঞ্জেলসের প্রায় ৬৫ মাইল পূর্বে সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্টে প্রান্ত ঘেষে রবিবার আগুন অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকে।