অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মণিপুরে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুরে চলমান সহিংসতার মধ্যে শান্তির পক্ষে বিক্ষোভরত হাজার হাজার ছাত্র ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪।

অঞ্চলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার, ৭ সেপ্টেম্বর মণিপুরে মেইতেই সম্প্রদায় এবং উপজাতি কুকিদের মধ্যে সহিংসতায় একজন বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে।

গত বছর একটি আদালতের সিদ্ধান্তে কুকিদের জন্য পূর্বে সংরক্ষিত অর্থনৈতিক ও কোটা সুবিধা মেইতেই সম্প্রদায়েরও পাওয়া উচিত বলে পরামর্শ দেওয়ার পর থেকে রাজ্যে অশান্তি এবং সহিংসতা বিরাজ করছে।

সহিংসতার ফলে এখনো পর্যন্ত ২২৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৬০,০০০ বাস্তুচ্যুত হয়েছে।

এক সপ্তাহ আগে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শনিবারের বন্দুকযুদ্ধ সবচেয়ে মারাত্মক একক দিন বলে মনে করা হচ্ছে।

এএনআই নিউজ এজেন্সি অনুসারে, এই সময়ের মধ্যে জঙ্গিরা বিস্ফোরক নিক্ষেপ করতে ড্রোন ব্যবহার করে, যা উল্লেখযোগ্যভাবে সংঘর্ষকে বাড়িয়ে তোলে।

মোট ৩২ লক্ষ জনসংখ্যার মণিপুর বর্তমানে দুটি জাতিগত অঞ্চলে বিভক্ত: মেইতেই নিয়ন্ত্রণাধীন একটি উপত্যকা ও কুকি- অধ্যুষিত পাহাড়, যার মাঝখানের ভূমি কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়।

XS
SM
MD
LG