যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন। বেশিরভাগ আমেরিকান গণমাধ্যম বলছে, ৫ নভেম্বরের নির্বাচনের আগে এটাই হয়তো একমাত্র বিতর্ক যখন হ্যারিস ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থানে রেখেছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বুধবার কিয়েভে পৌঁছেছেন। সেখানে তাদের ইউক্রেনের সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। এর আগে ব্লিংকেন লন্ডনে রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করেছেন।
যুক্তরাষ্ট্রে আজ পালিত হচ্ছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ২৩তম বার্ষিকী। হামলার অন্যতম লক্ষ্য পেন্টাগনে ১১ই সেপ্টেম্বর স্মৃতিসৌধে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। ঐ আক্রমণে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২,৬০০-র বেশি, পেন্টাগনে ১২৫ জন এবং চারটি বিমানে ২৬৫ জন প্রাণ হারান।