অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:34 0:00

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ওপর আপাত হত্যা প্রচেষ্টা ব্যর্থ হবার পর রবিবার সিক্রেট সার্ভিস এবং স্থানীয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ফ্লোরিডায় তার গলফ ক্লাবে তিনি যখন খেলছিলেন, সেখানে এক সশস্ত্র ব্যক্তি লুকিয়ে ছিল। সিক্রেট সার্ভিস তার ওপর গুলি চালায়।

ঐ সন্দেহভাজন গাড়িতে করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। প্রচার মাধ্যম বলছে, হাওয়াই-এর বাসিন্দা ৫৮ বছর বয়স্ক ঐ ব্যক্তির নাম রায়ান ওয়েজলি রুথ। সামাজিক মাধ্যমের পোস্টে দেখা গেছে, রুথ ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণা সমর্থন করেন। তবে সাম্প্রতিক পোস্টে দেখা যায়, তিনি বাইডেন-হ্যারিসের প্রতি সমর্থন দিচ্ছেন।

জাপানের রাজতান্ত্রিক ইতিহাসভিত্তিক টিভি সিরিজ 'শোগান' তাদের প্রথম সিজনের জন্য রবিবারের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ১৮টি পুরস্কার জিতেছে। কমেডি ক্যাটাগরিতে 'দ্য বেয়ার' জিতেছে এমির ইতিহাসে রেকর্ড ১১টি পুরস্কার। তবে শ্রেষ্ঠ কমেডি সিরিজ পুরস্কার জিতেছে এইচ বি ও/ ম্যাক্সের সিরিজ 'হ্যাক্স'।

XS
SM
MD
LG