সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্বসাম্প্রতিক হত্যা চেষ্টার সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর আগেই সিক্রেট সার্ভিসের এক সদস্য তার দিকে গুলি চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার ফ্লোরিডায় ট্রাম্প গলফ খেলার সময় রায়ান রুথকে গলফ কোর্সের কাছে রাইফেলসহ দেখা যায়। রুথের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।
ফেসবুকের মালিক মেটা বলেছে, তারা রাশিয়ার রাস্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক আর টি এবং রিয়া নভোস্টিকে তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করছে। ফেসবুক বলছে, ঐসব নেটওয়ার্ক মানুষকে গোপনে প্রভাবিত করার জন্য অপকৌশল ব্যবহার করেছে। ক্রেমলিন মঙ্গলবার ঐ সিদ্ধান্তের নিন্দা করেছে।
টিকটক এবং যুক্তরাষ্ট্র সরকার সোমবার ফেডারেল আদালতে একটি আইন নিয়ে তর্ক করেছে। টিকটক বলছে, যে আইনের বলে তারা জানুয়ারী মাসে নিষিদ্ধ হতে পারে, তা অসাংবিধানিক। বিচার বিভাগের এক আইনজীবী সরকারের অবস্থানের পক্ষ নিয়ে বলেন, আমেরিকানদের কাছ থেকে তথ্য নিতে বা নজর রাখতে চীন ঐ অ্যাাপটি ব্যবহার করতে পারে।