অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা

২০ সেপ্টেম্বর, শুক্রবার, কলম্বোতে কর্মকর্তাদের সশস্ত্র কর্মীদের দ্বারা পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় যখন তারা ভোটকেন্দ্রের জন্য বাক্স সংগ্রহ করছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে শ্রীলঙ্কা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

শনিবার দেশটির অধিবাসীরা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিবে। নির্বাচনের ফলাফল বামপন্থী প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া বর্তমানে দায়িত্বে থাকা রানিল বিক্রমাসিংহের নেতৃত্বে দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধারের ভাগ্য নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভ তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালাতে এবং পরে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনার পরবর্তী সময়ে শ্রীলঙ্কায় প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ২ কোটি ২০ লক্ষ মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ ভোট দেওয়ার জন্য যোগ্য। (রয়টার্স)


XS
SM
MD
LG