অ্যাকসেসিবিলিটি লিংক

হিজবুল্লাহ নেতাকে হত্যার প্রতিবাদে পাকিস্তানি বিক্ষোভকারীদের সঙ্গে করাচি পুলিশের সংঘর্ষ


পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪।

তারা হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন, এবং পুলিশ তাদের যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে পৌঁছাতে বাধা দেয়।

পুলিশ জানিয়েছে যে বিক্ষোভকারীদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে সাতজন কর্মকর্তা আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা আরও বলেন, বিক্ষোভকারীরা আয়োজকদের সঙ্গে পূর্ব-সম্মত এলাকার বাইরে পৌঁছানোর চেষ্টা করেছিল।

একজন পুলিশ মুখপাত্র বলেছেন যে কর্তৃপক্ষ সহিংস আচরণকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে।

ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমীন দেশের সবচেয়ে জনবহুল শহরটিতে প্রায় ৩,০০০ লোকের এই সমাবেশের আয়োজন করেছিল।

XS
SM
MD
LG