যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবার হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত ওয়েস্টার্ন নর্থ ক্যারোলাইনার পার্বত্য এলাকা পরিদর্শন করার কথা। ঐ ঝড় প্রথমে স্থলভাগে আঘাত হানে এবং এর চারদিন পর সোমবার রাত পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত এবং শতাধিক নিখোঁজ রয়েছে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মেক্সিকো উপসাগরের ৩৬টি বন্দরের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছে। জেপি মরগানের বিশ্লেষকরা বলছেন, এর ফলে অর্থনীতিতে দৈনিক ক্ষতি ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে হোয়াইট হাউস বলছে, ভোক্তাদের ওপর এর প্রভাব কম পড়বে।
মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাটিক দলের টিম ওয়ালজ এবং রিপাবলিকান দলের জে ডি ভ্যান্স বিতর্কের আগে সোমবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সিবিএস নিউজ আয়োজিত একমাত্র নির্ধারিত ভাইস প্রেসিডেন্ট বিতর্ক নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে।