অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট


কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট
please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

১ অক্টোবর, মঙ্গলবার, আগস্ট মাসে এক প্রশিক্ষণার্থী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর দেশের বিচার বিভাগ ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত প্রচেষ্টা করেনি বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা তাদের পূর্ণ ধর্মঘট পুনরায় শুরু করেন।

রাজ্যের প্রায় ৭০০০ জন চিকিৎসকের প্রতিনিধিত্বকারী পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা রাজ্যের কিছু অংশে বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে গত মাসে আংশিক পরিষেবা পুনরায় চালু করেন।

কলকাতায় ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর মহিলাদের জন্য কর্মক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা এবং তাদের নিহত সহকর্মীর জন্য ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ভারতের সুপ্রিম কোর্টকে একটি হাসপাতাল সুরক্ষা টাস্ক ফোর্স তৈরি করতে প্ররোচিত করে।

শীর্ষ আদালত সোমবার তার সর্বশেষ শুনানিতে রাজ্য সরকারকে চিকিৎসকদের দাবি পূরণের জন্য ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। (রয়টার্স)

XS
SM
MD
LG