১ অক্টোবর, মঙ্গলবার, তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টারগুলি টাইফুন ক্র্যাথনের আগমনের সময় জাহাজটি ডুবে যেতে থাকলে জাহাজ পরিত্যাগ করতে বাধ্য হওয়া ১৯ জন নাবিককে নিরাপদে তুলে নেয়।
জাহাজ থেকে উদ্ধার করার পর নাবিকদের তাইওয়ানের প্রত্যন্ত অর্কিড দ্বীপে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।
তাইওয়ান প্রায়শই ঘূর্ণিঝড় আক্রান্ত হয়। ঘূর্ণিঝড়গুলি সাধারণত প্রশান্ত মহাসাগরের মুখোমুখি পাহাড়ি এবং স্বল্প জনবহুল পূর্ব উপকূল বরাবর আঘাত হানে, তবে এবার দ্বীপের সমতল পশ্চিমের সমতলে আঘাত হানবে। (রয়টার্স)