যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন। বুধবার তিনি নর্থ এবং সাউথ ক্যারলাইনা পরিদর্শনের পর আজ ফ্লোরিডা এবং জর্জিয়ার বিধ্বস্ত এলাকাগুলোতে যাচ্ছেন। বাইডেন বলেন, তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ফেডারেল তহবিল পাঠানোর অনুরোধ অনুমোদন করেছেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট স্থানে ইসরায়েলি হামলা তিনি সমর্থন করবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা আক্রমণের অঙ্গীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, প্রায় ১’শ আমেরিকান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা একটি বাণিজ্যিক এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিবদ্ধ ফ্লাইটে লেবানন ত্যাগ করেছে। বৈরুত ত্যাগ করার বিষয়টি জানতে বৈরুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে প্রায় ছয় হাজার আমেরিকান যোগাযোগ করেছেন।