অ্যাকসেসিবিলিটি লিংক

আর জি কর ধর্ষণ-হত্যা মামলায় বিচারের দাবিতে চিকিৎসকরদের অনির্দিষ্টকালের অনশন


কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শহরের বিক্ষুব্ধ চিকিৎসকরা অনশন শুরু করেন। রবিবার, ৬ অক্টোবর, ২০২৪।

পশ্চিমবঙ্গের প্রায় ৭,০০০ চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা সরকার এবং বিচার ব্যবস্থার প্রতি হতাশা প্রকাশ করে মঙ্গলবার (১ অক্টোবর) পূর্ণ ধর্মঘটের ঘোষণা দেয়।

কিন্তু কলকাতার চিকিৎসকরা এখন কাজে ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের মধ্যে মাত্র ছয়জন অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন।

ভারতের সুপ্রিম কোর্ট তার শেষ শুনানিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ১৫ অক্টোবরের মধ্যে চিকিৎসকদের দাবি পূরণের জন্য সমস্ত ব্যবস্থা নিতে।

তাদের দাবির মধ্যে রয়েছে হাসপাতালে পুলিশ নিরাপত্তা বাড়ানো এবং বেশ কয়েকটি মেডিকেল কলেজে দুর্নীতির বিষয়ে তদন্ত করা।

তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এখনও যৌন অপরাধীদের দ্রুত বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল গঠনে পিছিয়ে রয়েছে।

বর্তমানে রাজ্যে মাত্র ছয়টি ট্রাইব্যুনাল কার্যকর, যা ২০২১ সালের মার্চের মধ্যে ১২৩টি ফাস্ট-ট্র্যাক ট্রাইব্যুনাল স্থাপনের লক্ষ্য থেকে অনেক দূরে।

XS
SM
MD
LG