অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়াবহ ভূমিধসে গ্রাস হয়েছে ব্রাজিলের বন্দর

ব্রাজিলের অ্যামাজনে বিশাল এক ভূমিধসের ফলে বড় একটি গর্ত তৈরি হয়েছে এবং সোলিমোস নদীর তীরে একটি বন্দরের কিছু অংশ গ্রাস করেছে। ৮ অক্টোবর মঙ্গলবার আকাশ থেকে তোলা ছবিতে এমনটা দেখা গেছে।

উদ্ধারকারীরা সম্ভাব্য হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর নিশিচত করেছে। (এএফপি)


XS
SM
MD
LG