অ্যাকসেসিবিলিটি লিংক

রাতের আকাশে সুপার মুন

বুধবার রাতে সারা বিশ্বের আকাশ আলোকিত করে একটি সুপার মুন।

চাঁদটিকে সেদিন আরও উজ্জ্বল ও বড় আকারে দেখা যায়।

সুপারমুন তখনই ঘটে যখন একটি পূর্ণ চন্দ্র পর্ব এবং চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ ঠিক একই সময়ে ঘটে।

এটি সাধারণত বছরে মাত্র তিন বা চারবার ঘটে, চাঁদের ক্রমাগত পরিবর্তনশীল, ডিম্বাকৃতির কক্ষপথের কারণে।


আরও লোড করুন

XS
SM
MD
LG