অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মহিষের দৌড়ের মাধ্যমে ফসল কাটার মরসুম সম্পন্ন হলো


দক্ষিণ ভারতের উপকূলীয় শহর ম্যাঙ্গালুরুতে 'কম্বালা' উৎসব নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী মহিষ দৌড়ে বেশ কয়েক জোড়া মহিষ অংশ নেয়। শনিবার। ১৯ অক্টোবর, ২০২৪।

স্থানীয় গ্রামবাসীদের মধ্যে জনপ্রিয় উৎসবটি সাধারণত ওই অঞ্চলে ফসল কাটার মরসুমের শেষে প্রতি বছর ভেজা ধানের ক্ষেতে অনুষ্ঠিত হয়।

বিজয়ী মহিষ জোড়াকে নগদ পুরস্কার প্রদান করা হলেও ঐতিহ্যগতভাবে এটি একটি অ-প্রতিযোগীতামূলক খেলা যেখানে মহিষরা এক এক করে মাঠ জুড়ে দৌড়ায়।

পশু অধিকার কর্মীরা পশু নিষ্ঠুরতার উদ্বেগের বিরুদ্ধে আদালতে আবেদন করার পরে উৎসবটি তিন বছরের জন্য নিষিদ্ধ থাকার পর ২০১৭ সালে নিষেধাজ্ঞা আবার তুলে দেওয়া হয়।

XS
SM
MD
LG