যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানাতে এবং ইউক্রেনের নেতাদের সাথে সাক্ষাত করার জন্য সোমবার এক অঘোষিত সফরে ইউক্রেন যান। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৪২ কোটি ৫০ লাখ ডলার নতুন সহায়তা ঘোষণা দেয়ার কয়েকদিন পর অস্টিন এই সফর করলেন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই বন্ধে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার যুক্তরাষ্ট্র দূত এমোস হোক্সটাইন লেবানন সফর করেন। ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হচ্ছে জঙ্গি গোষ্ঠীটিকে সীমান্ত এলাকা থেকে দূরে সরিয়ে দেয়া যাতে তাদের নাগরিকদের নিরাপদে ইসরায়েলের উত্তরাঞ্চলে ফিরিয়ে আনা যায়।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জয়ী হলে মধ্যপ্রাচ্যে “স্থায়ী শান্তি” প্রতিষ্ঠা করবেন। ট্রাম্প ভিন্ন অনুষ্ঠানে রবিবার বলেন, আগের দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার “চমৎকার ফোনালাপ” হয়েছে।