যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন। গত সপ্তাহে ইসরায়েল হামাস নেতাকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকালে তিনি বেশ কয়েকটি আরব দেশও সফর করবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিঁয়েরে সোমবার বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন এখনও তার সংস্থাগুলির প্রতি “সম্পূর্ণ আস্থাশীল” যদিও সম্প্রতি অননুমোদিত গোপন নথি প্রকাশ করা হয়েছে যেখানে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুত বলা হয়েছে। তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ৩৯ জনকে ন্যাশনাল মেডেলস অব আর্টস এবং ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলস প্রদান করেন। ২০ জন পেয়েছেন ন্যাশনাল মেডেলস অফ আর্টস, এর মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, স্পাইক লি, কেন বার্নস, গায়ক মিসি এলিয়ট এবং কুইন লতিফা।