যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার লন্ডনে লেবাননের কেয়ার টেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে সেদেশে ইসরায়েলি হামলা নিয়ে কথা বলেন। তিনি আলাদাভাবে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সাথেও সাক্ষাৎ করেন। ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের পর দেশে ফেরার আগে বৃটেন যান। সেখানে তিনি গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির ওপর জোর দেন।
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস বৃহস্পতিবার অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়াতে নির্বাচনী সমাবেশ করেন। এতে সুপরিচিত গায়ক ব্রুস স্প্রিংস্টিন, টাইলার পেরি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন। সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নেভাডা এবং অ্যারিজোনাতে সমাবেশ করেন। ট্রাম্প অভিবাসন নিয়ে অ্যারিজোনার সমাবেশে বলেন, বাইডেনের শাসনকালে যুক্তরাষ্ট্র বিশ্বের 'আবর্জনা ফেলার জায়গায়' পরিণত হয়েছে।