অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মোদী স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজের সাথে গুজরাটে টাটা-এয়ারবাসের নতুন কারখানা উদ্বোধন করেন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর ভাদোদরাতে সি-২৯৫ বিমান (সামুদ্রিক টহল বিমান) তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেন। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪।

ভারত সরকার বলেছে, ভাদোদরায় সি-২৯৫ এয়ারক্রাফ্টের ফাইনাল অ্যাসেম্বলি লাইন প্ল্যান্টটি বিমান চালনার ক্ষেত্রে একটি ফ্ল্যাগশিপ "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগ, যা এয়ারবাস স্পেনের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেম স্থাপন করছে।

সানচেজ মোদীর সাথে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেছেন, এবং ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতেও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে সরকারী কর্মকাণ্ড ছাড়াও, তিনি বাণিজ্য ও শিল্পের নেতৃবৃন্দ, থিঙ্ক ট্যাঙ্ক এবং চলচ্চিত্র শিল্পীদের সাথে আলাপচারিতা করবেন এবং দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য সমঝোতা স্মারক সই করবেন বলে ধারনা করা হচ্ছে।

সানচেজ তার স্ত্রী বেগোনা গোমেজের সাথে, রবিবার, ২৭ অক্টোবর ভারতে তার তিন দিনের সরকারি সফর শুরু করেন।

XS
SM
MD
LG