অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের পিটিআই সংঘর্ষে নিহত শ্রমিকদের জন্য জানাজার আয়োজন করেছে


পাকিস্তানের বিরোধী দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), শুক্রবার, ২৯ নভেম্বর পেশোয়ারে গায়েবি জানাজার আয়োজন করেছে। এই সপ্তাহের শুরুতে ইসলামাবাদে পুলিশের সাথে সংঘর্ষে তাদের দলের কর্মীরা নিহত হন।

এর আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বুধবার, ২৭ নভেম্বর, কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর মধ্যরাতে ব্যাপক অভিযান শুরু করে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সহযোগী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বুধবার বলেন যে, এই সপ্তাহে পাকিস্তানের রাজধানীতে বিক্ষোভের সময় শত শত বিক্ষোভকারীকে গুলি করা হয়েছে এবং হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামাবাদের পুলিশ প্রধান আলী রিজভি বুধবার বলেছেন, পাকিস্তানি কর্তৃপক্ষ কারাগারে আটক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রায় ১০০০ সমর্থককে গ্রেপ্তার করেছে, যারা এই সপ্তাহে তার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা অভিযান চালিয়েছিল।

XS
SM
MD
LG