ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভে জার্মান চ্যান্সেলর ওলাফ শল্টজকে একটি আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানান। সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪।
এরপর দুই নেতা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে নিহত সৈন্যদের নাম লেখা ইউক্রেনের পতাকা সহ একটি অস্থায়ী স্মৃতিসৌধের স্থান পরিদর্শন করেন। এছাড়াও একটি সামরিক হাসপাতালএবং চালকবিহীন যানবাহনের প্রদর্শনীতেও যান দুজন।
শল্টজ ২০২২ সালে রাশিরার আগ্রাসনের প্রথম কয়েকমাস পর এই প্রথম কিয়েভ সফর করছেন। তার দ্বিতীয় সফর এসেছে এমন সময়ে যখন ইউক্রেনে অনিশ্চয়তা বাড়ছে এবং রনাঙ্গনে রুশ বাহিনী আরও দ্রুত আগ্রসর হচ্ছে।
সোমবার কিয়েভে আসার সাথে সাথেই শল্টজ ৬৫ কোটি ইউরো, বা ৬৮ কোটি ৫০ লক্ষ ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণা করলেন। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে দাঁড়িয়ে, বার্লিন ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক থাকবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন শল্টজ।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।