দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুলকে অভিশংসনের ভোট অনুষ্ঠিত হয়নি কারণ সোওলে জাতীয় পরিষদ একটি কোরামে পৌঁছতে পারেনি। শনিবার, ৭ ডিসেম্বর।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুলের সাময়িক সামরিক আইন জারি করাকে ঘিরে বিরোধীদের নেতৃত্বে অভিশংসনের ভোট ব্যর্থ হয়েছে কেননা ইয়ুনের দল ভোট বর্জন করায় প্রয়োজনীয় কোরাম সংগ্রহ করতে পারেনি তারা। (এএফপি)