অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে সার্বিয়ান শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে


প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ এবং তার ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী শুক্রবার, ১০ জানুয়ারি বেলগ্রেডে জড়ো হয়েছিল, তারা প্রধান মহাসড়ক অবরোধ করে। নভেম্বরের একটি রেল বিপর্যয়ের জন্য আন্দোলনকারীরা সরকারকে দায়ী করেছে যাতে ১৫ জন নিহত হয়।

নোভি স্যাড স্টেশনের সম্প্রতি সংস্কার করা কংক্রিট ছাদ ১ নভেম্বর ধসে পড়ে, যাতে ১৫ জন নিহত এবং তিনজন আহত হয়।

বিরোধী দল এবং নাগরিক গোষ্ঠী নোভি স্যাডে দুর্ঘটনার জন্য দায়ী করেছে , যাকে তারা দুর্নীতি এবং স্বজনপ্রীতির ফলে নিম্নমানের নির্মাণ বলে অভিহিত করেছে।

ক্ষমতাসীন জোট অভিযোগ অস্বীকার করেছে, ভুসিচ বলেছেন যে দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

স্টেশন সংস্কারের সাথে প্রাসঙ্গিক নথি প্রকাশের দাবিতে এবং বিপর্যয়ের জন্য দায়ীদের বিচারের দাবিতে বেলগ্রেড এবং সার্বিয়া জুড়ে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা দুর্ঘটনার পর থেকে প্রতিবাদ করছে।

XS
SM
MD
LG