দাবানলের পর ক্যালিফোর্নিয়ার মালিবুতে এক নারী তার ভেড়াকে ফিরে পেয়েছেন; তাদের পুনর্মিলনের সেই আবেগঘন দৃশ্য ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীর ফুটেজে। শুক্রবার (১০ জানুয়ারি)।
সম্পত্তি, গোলাঘরের অবকাঠামো ও বেড়ার ভিডিওগুলির অবস্থান, রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়েছে; এই জায়গার উপগ্রহ চিত্র ও ফাইলের সঙ্গে মিলে গেছে। মূল ফাইলের মেটা-ডেটা দ্বারা তারিখ যাচাই করা গিয়েছে।
চলমান দাবানলে বাস্তুচ্যুত অসংখ্য কুকুর, ঘোড়া, গাধা, ছাগল, ভেড়া ও অন্যান্য প্রাণীকে তাদের মালিকের সঙ্গেই অন্যত্র নিয়ে গেছে ও সহযোগিতা করেছে একাধিক পশু কেন্দ্র, পশু চিকিৎসক ও উদ্ধার সংগঠন। (রয়টার্স)