বৃহস্পতিবারের ড্রোন ফুটেজে দেখা গেছে, প্যালিসেডে দাবানলের ফলে মালিবুর সৈকতলগ্ন বাড়িঘর বিধ্বস্ত হয়ে গিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের বাড়ি মালিকদের তাদের আগুনে ক্ষতিগ্রস্ত সম্পত্তি খতিয়ে দেখার অনুমতি দিতে এখনও এক সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, দাবানলে সৃষ্ট সম্ভাব্য বিষাক্ত ছাই ও ধ্বংসস্তুপে কোনও ঝুঁকি রয়েছে কিনা তা প্রথমে পরীক্ষা করবে নির্দিষ্ট দল; উল্লেখ্য, এই অঞ্চলের মহল্লাগুলিকে পুড়িয়ে কালো করে দিয়েছে এই দাবানল।
৮০ হাজারের বেশি মানুষ এখনও এলাকা খালি করার নির্দেশিকার মধ্যে রয়েছেন। অনেকে জানেনই না, তাদের বাড়ি, আবাসন ও সম্পত্তির আদৌ কিছু অবশিষ্ট রয়েছে কিনা।
কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্টনি ম্যারন বাসিন্দাদের ধৈর্য্য ধরতে বলেছেন; তারা তাদের বাড়ির কী অবশিষ্ট রয়েছে তা দেখতে বা মূল্যবান জিনিসপত্র সন্ধান করতে অগ্নিদগ্ধ এলাকাগুলিতে প্রবেশে উদগ্রীব।
ধ্বংসস্তুপের মধ্যে অ্যাসেবেসটস, শিশা ও অন্যান্য বিপজ্জনক পদার্থ থাকতে পারে। (এপি)