আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রের ক্যানসাসের উইচিটা সিটি হলে এক প্রার্থনাসভায় যোগ দেন অনেকে। ৩০ জানুয়ারি, ২০২৫।
বুধবার বিকালে রনাল্ড রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়; যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বাণিজ্যিক বিমান দূর্ঘটনায় এমন বিপুল প্রাণহানির ঘটনা দেড় দশকেরও বেশি সময়ে এটাই প্রথম।
আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২ রানওয়েতে অবতরণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে; এতে ৬৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন, আঞ্চলিক বিমান বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ ও সিকরস্কাই এইচ-৬০-এর (এটি ব্ল্যাক হক নামে সাধারণভাবে পরিচিত) মধ্যে মাটি থেকে মাত্র কয়েকশো মিটার উঁচুতে সংঘর্ষ হয়েছে।
এই দুই আকাশযানকে পুনরুদ্ধার করতে শুক্রবারও একাধিক প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থার তদন্তকারীরা আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওই বিমান কয়েক টুকরো হয়ে পটম্যাক নদীতে আছড়ে পড়েছিল। দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, ডুবুরিরা “বিমানটিকে উদ্ধার করতে” ও অতিরিক্ত উপাদান খুঁজে বের করতে আগ্রহী।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ ও ‘ককপিট ভয়েস রেকর্ডার থেকে তথ্য সংগ্রহ করে একত্রীত করবে। (রয়টার্স)