অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে একাধিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী


অধিকৃত পশ্চিম তীরে একযোগে লাগাতার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা বলেছে, এই ধারাবাহিক বিস্ফোরণ জেনিন শরণার্থী শিবিরে প্রায় ২০টি ভবনকে ধূলিস্যাৎ করে দিয়েছে। রবিবার, ২ ফেব্রুয়ারি।

প্রায় দুই সপ্তাহ ধরে ফিলিস্তিনের যে শহরে ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই অভিযান সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, অস্ত্রভাণ্ডার জব্দ করা-সহ স্থানীয় জঙ্গিদের নিশানা করা হচ্ছে।

জেনিনে একযোগে বহু ভবন ধ্বংসের বিষয়ে প্রশ্ন করা হলে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, “সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনাকে” গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জেনিন সরকারি হাসপাতালের পরিচালক উইসাম বেকার ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থাকে বলেছেন, একাধিক বিস্ফোরণে হাসপাতালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।

জেনিনে ভবন ধ্বংসের পর হামাস রবিবার ইসরায়েলের বিরুদ্ধে “প্রতিরোধ বৃদ্ধি”র আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣

XS
SM
MD
LG