চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানল পাচার বন্ধ করার লক্ষ্যে বেইজিং-এর ওপর চাপ তৈরি করতে ট্রাম্প প্রশাসন সব চীনা পণ্যের ওপর মঙ্গলবার ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। জবাবে চীন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং গাড়ির ওপর ১০% শুল্ক আরোপ করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট এবং কানাডার প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর ঐ দুই দেশের পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ঐ দুই দেশ ট্রাম্পের শুল্ক প্রস্তাবে আপত্তি জানিয়ে পালটা ব্যবস্থা নেবার কথা বলেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছেন, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে যুক্তরাষ্ট্র থেকে যেকোনো দেশের বহিষ্কৃত অভিবাসী গ্রহণ করার প্রস্তাব দিয়েছে। রুবিও মঙ্গলবার কোস্টারিকা এবং গুয়েতেমালার কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে।