অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোর ন্যাশনাল গার্ড উত্তরের সীমান্তে সৈন্য পাঠানো শুরু করেছে


মেক্সিকো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সীমান্তে সৈন্য মোতায়েন শুরু করেছে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫।

এটি সেই চুক্তির অংশ, যা নিয়ে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হন। এর ফলে, মেক্সিকোর পণ্যের উপর ট্রাম্পের আরোপ করা ২৫% শুল্ক স্থগিত করা হয়, যা শীঘ্রই কার্যকর হওয়ার কথা ছিল।

এপি মঙ্গলবার সকালে মেরিডা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১০০ জনেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্যকে একটি সিউদাদ হুয়ারেজগামী প্লেনে চড়তে দেখে।

অতিরিক্ত ইউনিট ক্যানকুন এবং কাম্পেচে থেকে রওনা দেওয়ার এবং কয়েকটি ইউনিট সড়কপথে উত্তর দিকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।

তারা মেক্সিকোর উত্তর সীমান্তে ইতিমধ্যেই অবস্থানরত ১০,০০০-এরও বেশি সৈন্যের সঙ্গে যোগ দেবে, যাদের উপস্থিতি সত্ত্বেও সেখানে চলমান সহিংসতা দমন করা সম্ভব হয়নি।সংগঠিত অপরাধীরা এই অঞ্চল নিয়ন্ত্রণ করে, যারা মাদক, অভিবাসী এবং অস্ত্র পাচারের জন্য এটি ব্যবহার করে।

“মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান, বিশেষ করে ফেন্টানল, বন্ধ করার লক্ষে মেক্সিকো উত্তর সীমান্তে পাহারা জোরদার করবে,” শেইনবম ট্রাম্পের সাথে কথা বলার পর সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় বলেছিলেন।

শেইনবম সীমান্তে ১০,০০০ ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করবেন বলে জানানোর পর ট্রাম্প পণ্যর উপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন।

XS
SM
MD
LG