অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগ প্রধানের


ফাইল ছবি- লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈরুতে সাক্ষাৎ করেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত [এই ছবিতে নেই ]। ১৩ জানুয়ারি, ২০২৫
ফাইল ছবি- লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈরুতে সাক্ষাৎ করেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত [এই ছবিতে নেই ]। ১৩ জানুয়ারি, ২০২৫

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত গাজা ভূখন্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনও পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বুধবার বলেন, এই জাতীয় পুনর্বাসন "অগ্রহণযোগ্য" হবে।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আবুল ঘেইত আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেয়ার যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন তা এই অঞ্চলকে সংকটের চক্রে ঠেলে দেবে এবং এখানকার “শান্তি ও স্থিতিশীলতার ওপর ক্ষতিকর প্রভাব” ফেলবে।

তিনি বলেন, গত ১০০ বছর ধরে এর বিরুদ্ধে লড়াই করছে আরব বিশ্ব। এটি তাদের জন্য অগ্রহণযোগ্য একটি প্রস্তাব। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে তার দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি এক্স ‘এ বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নয় বরং গাজার পুনর্গঠন এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করাই সকলের অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের 'সহায়ক' ভূমিকার প্রয়োজনীতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং ফিলিস্তিনিদের আর সেখানে ফিরে আসার কোনো অধিকার থাকবে না, ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিসর ও সৌদি আরবসহ এ অঞ্চলের অন্য দেশগুলো।

এদিকে শনিবার গাজা থেকে জিম্মিদের পরবর্তী পরিকল্পিত মুক্তির বিতর্কে ওই অঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির অবস্থা ভেস্তে যাবার মুখে পড়ে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শনিবারের মধ্যে যদি আরও জিম্মিকে মুক্তি দেওয়া না হয়, তবে তার বাহিনী “হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তীব্র লড়াই করবে।”

শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে হামাস। শনিবার মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির মুক্তি বিলম্বিত করার হুমকি দেয় তারা। এরপর সোমবার ট্রাম্প এ মন্তব্য করেন।

হামাসের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, বন্দিদের মুক্তির একমাত্র উপায় হলো যুদ্ধবিরতির শর্ত মেনে চলা।

যুক্তরাষ্ট্র্ অভিহিত হামাস বলেছে, ফিলিস্তিনিদের লক্ষ্য করে “বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে এবং চুক্তি অনুযায়ী এখানে মানবিক ত্রাণ প্রবেশে সহায়তা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল”।

জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১২,৬০০টি মানবিক ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে। ফলে দুর্ভিক্ষের তাৎক্ষণিক হুমকি কেটে গেছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণে ইসরায়েলের ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জন জিম্মি হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণে ৪৮,২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ইসরায়েল বলছে তাদের হাতে নিহত ১৭,০০০ জঙ্গিও এই সংখ্যায় অন্তর্ভুক্ত।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG