রাজধানী ঢাকায় এক শিশুর ধর্ষণের বিচার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে বিক্ষোব করতে দেখা যাচ্ছে। রবিবার, ৯ মার্চ, ২০২৫।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ৩০০ জন বিক্ষোভকারী জমায়েত হন, যাদের বেশিরভাগই নারী। তারা প্ল্যাকার্ড ও লাঠি হাতে ধরে "ধর্ষণ ও নিপীড়ন থেকে মুক্তি চাই" বলে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, তারা সরকারের জবাবদিহিতা ও শিশু নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মার্চ বুধবার, পরিবারের পরিচিত একজন ব্যক্তি ৯ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করেন।
আরও জানা গেছে, পরদিন মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার অবস্থা গুরুতর।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিক্ষোভ শুরু হয়।