অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে প্রেসিডেন্ট পদপ্রার্থিদের সমাবেশে হামলা 


A
A

সনাক্ত করা সম্ভব হয়নি এমন একদল হামলাকারি আফগান রাজধানী কাবুলে একটি সমাবেশে মর্টার দিয়ে আক্রমণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রেসিডেন্ট পদপ্রার্থি। তা ছাড়া আরো ছিলেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আবদুল্লাহ।

আজ এই আক্রমণ শুরু হবার সময়ে আব্দুল্লাহ ঐ জন সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময়ে হিজবে ওয়াহাদাত দলের শত শত সদস্য , তাঁদের নেতা আব্দুল আলী মাজারির ২৪ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন।

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের মতে ঐ ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ষোলো জন আহত হয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থি হানিফ আতমার, তাঁর ফেইসবুক পাতায় বলেন যে তাঁর আটজন প্রহরী আহত হয়েছে। স্থানীয় একটি আফগান চ্যানেলের খবর অনুযায়ী আরও একজন প্রার্থি আব্দুল রতিফ পেদ্রাম আহত হয়েছেন।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র, নাসরাত রাহিমি জানান পুলিশএকজনকে গ্রেপ্তার করেছে যে কীনা, মর্টার নিক্ষেপকারীদের ঐ স্থানের নির্দেশনা দিচ্ছিল ।

আয়োজকরা প্রথমে লোকজনকে শান্ত থাকতে বলেন কিন্তু পরে তাদের সেই স্থান ত্যাগ করতে বলেন।

আজকের এই হামলার ঠিক আগের দিন, গতকাল জালালাবাদে একটি নির্মাণ কোম্পানিতে আক্রমণে ১৬ জন নিহত হয়।

XS
SM
MD
LG