অ্যাকসেসিবিলিটি লিংক

শিশু হত্যা এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ


দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে গত কয়েকদিন যাবত পৈশাচিক উপায়ে শিশু হত্যা বৃদ্ধি এবং অব্যাহত নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অতি সম্প্রতি রাজন, রাকিব, নাজিম সহ কয়েকজন শিশুকে পৈশাচিক উপায়ে নির্যাতন করে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন দেশবাসী। তারা এসকল ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।

পুলিশ সদরদপ্তরের দেয়া তথ্য মোতাবেক গত ছয় মাসে সারা দেশের থানাগুলোতে অন্তত ১০ হাজারের ওপর নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। তবে এসকল মামলার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি।

গত কয়েকদিনে পৈশাচিক উপায়ে কয়েকজন শিশুকে হত্যার বিষয়ে জাতিয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রাহমান সাংবাদিকদের বলেছেন দেশে আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় একের পর এক অমানবিক উপায়ে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। বর্বর ও পাশবিক ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG