অ্যাকসেসিবিলিটি লিংক

আইন পরিষদের সদস্য হলেন কলম্বিয়ার সাবেক বামপন্থি গেরিলারা


Colombia Rebel Lawmakers
Colombia Rebel Lawmakers

কলম্বিয়ার বেশ কিছু সাবেক বামপন্থি গেরিলা , সে দেশের আইন পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে্ন। ৫০ বছরের যুদ্ধ শেষ হয় শান্তি চুক্তির আওতায় এবং সাবেক বিদ্রোহীরা সে দেশের কংগ্রেসের উচ্চ ও নিম্ন কক্ষ মিলিয়ে মোট ৫ টি আসন লাভ করেছে।

বিদায়ী প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল সান্তোস , যিনি এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন , বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সান্তোস বলেন এই প্রথম বার আমরা Common Alternative Revolutionary Force, থেকে সেনেটার এবং প্র্রতিনিধিদের নিয়েছি। এই সংগঠনের সঙ্গে আপোষ আলোচনার প্রচেষ্টার জন্য সান্তোস নোবেল পুরস্কার পান। তবে এই শান্তিচুক্তি কলম্বোবাসীকে বিভক্ত করেছে। করম্বোর নতুন প্রেসিডেন্ট ইভান ডুক যিনি আগামি মাসে ক্ষমতা গ্রহণ করবেন তিনি তাঁর নির্বাচনী অভিযানে এ রকম প্রতিশ্রুতি দেন যে চুক্তিটি তিনি নতুন করে ঢেলে সাজাবেন এবং যে সব বিদ্রোহী মানবতার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদরেক রাজনীতিতে প্রবেশের আগে জেল খাটতে হবে।

XS
SM
MD
LG