অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আলী


২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন তিনি। পাঁচ সদস্য বিশিষ্ট নরওয়ের নোবেল কমিটি চেয়ারপার্সন বেরিট রেইস এন্ডার্সন বলেন ২০১৮ সালে আবি ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যে ইরিত্রিয়ার সংগে গৃহযুদ্ধের অবসান ঘটানোর জন্য যে উল্লেখযোগ্য উদ্যগ গ্রহণ করেন তার স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে আবি আহমেদের নাম ঘোষণাকরা হল। জাতিসংঘ মহা সচিব এন্টোনী গুটেরিস কমিটির এই নির্বাচনের প্রশংসা করেছেন।
তিনি বলেন, "আমি প্রায়ই একটি কথাই বলি আফ্রিকায় আশার যে সুবাতাস বইছে তা আরও শক্তিশালী হচ্ছে।"
নোবেল কমিটি এ বিষয়টিও উল্লেখ করেছে যেইথিওপিয়ার সংস্কার সাধনে--- বিশেষ করে পূর্ব আফ্রিকার দেশটিতে রাজনৈতিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণকে শিথিল করার লক্ষ্যেআবি ব্যাপক কাজ করেছেন।

আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও প্রায়৯ লক্ষ ডলার পাবেন আবি আহমেদ।

XS
SM
MD
LG