অ্যাকসেসিবিলিটি লিংক

এঙ্গেলা মার্কেল বলেন হামালাকারী বর্ণবাদী মানসিকতার চরম ডানপন্থী সন্ত্রাসী


জার্মান চ্যান্সেলার এঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার জানিয়েছেন হানউয়ে শহরের মারাত্মক বন্দুক হামালার সন্দেহভাজন যে বর্ণবাদী মানসিকতার চরম ডানপন্থী এক সন্ত্রাসী তার নানা ইংগিত পাওয়া গেছে। তিনি বলেন, বর্ণবাদ হচ্ছে বিষক্রিয়ার মত। ঘৃণা বিষের মতই কাজ করে। আর এই বিষ আমাদের সমাজের ভেতরেই উপস্থিত। তিনি বলেন, এই ঘৃণা থেকেই অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।

জার্মানির হানউয়ে শহরে বুধবার পরপর দুটি হুক্কা বারে হামলার ঘটনায় ১১জন নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন। ফ্রাঙ্কফুর্টের ২৫ কিলোমিটার পূর্বে হানউয়ে শহরটি অবস্থিত। ঐ ঘটনার শিকার যারা হয়েছেন তাদের অনেকেই কুর্দি বংশোদ্ভূত এবং তুরস্কের অধিবাসী।

জার্মানির পশ্চিমাঞ্চলের পুলিশের জানিয়েছে, বন্দুকধারীর বয়স ৪৩ এবং সে লিখিত এবং ভিডিও করে তার ঐ আক্রমণের উদ্দেশ্য কি ছিল তা বলেছে।

XS
SM
MD
LG