অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সংসদে এ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী


নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন

সোমবার ভারতের সংসদে এ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতোই ভারতের অর্থনীতিও প্রচণ্ড ধাক্কা খেয়েছে। তাকে কিছুটা তোলার চেষ্টা করা হয়েছে এই বাজেটে। করোনার কথা মাথায় রেখেই এই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে গত বছরের দ্বিগুণ করা হয়েছে। শুধু করোনা প্রতিষেধকের জন্য বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। ভারতের অর্থনীতি অবশ্য আগে থেকেই অনেকটা ক্ষতির মুখে পড়েছিল, করোনায় তার মাত্রা আরও বেড়েছে।

নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন

জনগণের ক্ষতির বোঝা কমানোর জন্য অর্থমন্ত্রী এর আগে কয়েকটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে মিনি বাজেট বলে অভিহিত করেছেন। তার সঙ্গে আসল বাজেট মিলিয়ে কেন্দ্রীয় বাজেট পেশের কাজ পূর্ণ হল বলা যায়। এবারের বাজেটে চমকদার তেমন কিছু নেই। আয়কর যেমন ছিল তেমনই আছে, তবে বয়স্ক নাগরিকদের জন্য সুখবর, ৭৫ বছর বয়স হয়ে গেলে আর আয়কর রিটার্ন দাখিল করার দরকার হবে না, যদি অবশ্য সবমিলিয়ে আয়ের পরিমাণ বছরে ৫০ লাখ টাকার বেশি না হয়। পরিকাঠামোগত কিছু কিছু বরাদ্দ এবারের বাজেট করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ আর আসাম, যেখানে আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে। সীতারামণের কথায়, মূলত অর্থনীতিকে কিছুটা শক্ত জমিতে দাঁড় করানোই এই বাজেটের উদ্দেশ্য।

XS
SM
MD
LG