যুক্তরাষ্ট্রের আদালত ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গী হামলায় জড়িত পাকিস্তানী বংশদ্ভূত আমেরিকান নাগরিকের কারাদন্ডাদেশে ভারত হতাশ ব্যক্ত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ শুক্রবার বলেন, ডেভিড কোলমেন হেডলির ৩৫ বছরের বেশি কারাদন্ড হওয়া উচিত। আমেরিকার শিকাগোতে, কেন্দ্রীয় আদালত এই রায় দেয়।
ভারত চেষ্টা করেছিল যে হামলার সংগে জড়িত থাকার কারনে হেডলীর বিচার যেন ভারত হয় এবং তাকে ভারতের কাছে প্রত্যার্পণ করা হয়।
হেডলির সাজা হয়তো মৃত্যদণ্ড হত তবে তদন্তের কাজে তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্র সরকারের অভিসংসকেরা লঘু সাজা কথা বলেন। হেডলির তথ্যের ফলে পাকিস্তানী জঙ্গী লষ্কর-ই তৈয়েবার সদস্যদের বিরুদ্ধে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আনা হয়।
২০০৮ সালে মুম্বাই হামলায় লষ্কর জঙ্গীদের হামলায় ১৬৬ জন মানুষ নিহত হয়েছিল। ছয়জন আমেরিকানও ঐ হামলায় নিহত হয়েছিল।